Logo
Logo
×

রাজধানী

জুরাইনে গুলি করে হত্যার ঘটনায় গ্রেফতার ২

Icon

যাত্রাবাড়ি ( ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০২:০৫ এএম

জুরাইনে গুলি করে হত্যার ঘটনায় গ্রেফতার ২

প্রতীকী ছবি।

রাজধানীর কদমতলীর জুরাইনে সন্ত্রাসীদের গুলিতে নিহত পাপ্পু শেখ হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।  

মঙ্গলবার (২ ডিসেম্বর) অভিযান চালিয়ে জুরাইন আলমবাগ ও জুরাইন রেলগেট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন— ইউসুফ সরদার (৪৫) এবং  উজ্জল ওরফে কাঞ্চি (৩০)।  

র‍্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়— ভুক্তভোগী সিএনজি অটোরিক্সা চালক পাপ্পু শেখ তার শ্বশুর বাড়িতে যাওয়ার সময় সোমবার সন্ধ্যায় পূর্ব জুরাইন নজরুল লেন কানা জব্বারের গলিতে বাপ্পা গ্রুপের সদস্যরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে জোরপূর্বক আটকে রাখে। এ সময় বাপ্পারাজ ওরফে বাপ্পা (৪০) আগ্নেয়াস্ত্র দিয়ে পাপ্পু শেখকে লক্ষ করে ৩ টি গুলি করে।  একটি গুলি পাপ্পুর পুরুষাঙ্গের বাম পাশে লেগে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে।   

পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।   

এ ঘটনায় ভিকটিমের বাবা মন্টু শেখ বাদী হয়ে এজাহারে ৪ জন এবং অজ্ঞাত নামা ৪/৫ জনকে আসামি করে কদমতলী থানায় মামলা দায়ের করেন। 

এদিকে গ্রেফতারকৃত আসামি ইউসুফ সরদার (৪৫) এর বিরুদ্ধে মাদক আইনের মামলাসহ মোট ৩টি  এবং উজ্জল ওরফে কাঞ্চি (৩০)—এর বিরুদ্ধে মাদক আইনের ২ টি মামলা রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম