ডেমরায় পরকীয়া সন্দেহে স্ত্রী-শাশুড়িকে এলোপাথাড়ি ছুরিকাঘাত, যুবক আটক
ডেমরা ও হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৫০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর ডেমরার বামইলের মাতাব্বর গলি এলাকায় পরকীয়া সন্দেহকে কেন্দ্র করে স্ত্রী ও শাশুড়িকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করেছেন সোহাগ মিয়া (২৮) নামে এক যুবক। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—মোরশেদা আক্তার (২৩) ও তার মা সাহিদা বেগম (৪০)। ঘটনার পরপরই স্থানীয়রা হামলাকারী সোহাগকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
আহত মোরশেদার মামা মফিজুল ইসলাম আকাশ জানান, মোরশেদা ও তার স্বামী সোহাগ দুজনেই পোশাক কারখানায় কাজ করেন। পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকত। সম্প্রতি স্ত্রীকে পরকীয়ার সন্দেহ করতেন সোহাগ। বুধবার দুপুরে বিষয়টি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে সোহাগ হঠাৎ মোরশেদার ওপর এলোপাথাড়ি ছুরি চালান। মোরশেদাকে বাঁচাতে এগিয়ে গেলে তার মা সাহিদা বেগমও ছুরিকাঘাতে আহত হন।
এ বিষয়ে জানতে চাইলে ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহিন পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সোহাগকে আটক করা হয়েছে। আহত দুই নারীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, স্ত্রী পরকীয়া করেন—এমন সন্দেহ থেকেই ঝগড়ার একপর্যায়ে সোহাগ ছুরিকাঘাত করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
