ডেমরায় যৌথ বাহিনীর অভিযানে কিশোর গ্যাংয়ের ৯ সদস্য গ্রেফতার
ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:২৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর ডেমরায় সেনাবাহিনীর যৌথ অভিযানে ধারালো অস্ত্রসহ সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দিনগত রাতে হাজি বাদশা মিয়া রোডে রফিকুল ইসলাম স্কুলসংলগ্ন বসতবাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।
বুধবার গ্রেফতারদের ডেমরা থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। এদিন বিকালেই তাদের আদালতে পাঠায় পুলিশ।
অভিযানের সময় ১১টি ধারালো দেশীয় অস্ত্র, ৫০০ গ্রাম গাঁজা ও প্রায় ১০ হাজার টাকা জব্দ করা হয়।
গ্রেফতাররা হলেন- রিজন ইসলাম, মুশফিকুর রহমান অনন্ত, মো. নাঈম আলম, মো. শামীম, মোহাম্মদ ওয়াস্তি, মো. সোলেমান মিয়া, মো. ফাহাদ, কাউসার ও মো. রোমান। অভিযানে সামুরাই, চাপাতি, চাইনিজ কুড়াল, বাংলা কুড়াল ও চাকু জব্দ করা হয়।
এক সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান বলেন, আমাদের এ অভিযান নিয়মিত চলমান থাকবে।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, কিশোর গ্যাং সদস্যদের ধরতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে। এলাকায় কেউ অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করলে নিকটস্থ সেনাক্যাম্পে খবর দেওয়ার জন্য বলেছে সেনাবাহিনী। সবার সম্মিলিত প্রচেষ্টায় এ সমস্যা সমাধান সম্ভব।
