Logo
Logo
×

রাজধানী

রোলেক্স ঘড়ি ব্যবসার প্রলোভন দেখিয়ে ৪৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেফতার ২

Icon

ডেমরা (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৫ পিএম

রোলেক্স ঘড়ি ব্যবসার প্রলোভন দেখিয়ে ৪৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেফতার ২

রাজধানীর ডেমরায় ৪৫ লাখ টাকা আত্মসাতের ঘটনায় সন্দেহভাজন দুজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দিনগত রাতে রাজধানীর ধানমন্ডির জিগাতলা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

এ সময় তাদের কাছ থেকে ৮ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। বুধবার দুপুরে তাদেরকে আদালতে হাজির করা হলে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

গ্রেফতাররা হলেন- মানিকগঞ্জের সদর থানার বরনবি গ্রামের মৃত হামিদ মিয়ার ছেলে মোয়াজ্জেম হোসেন ওরফে দেলোয়ার ওরফে জামান (৬৭) ও বরিশালের উজিরপুর থানার শাতলা গ্রামের জাহাঙ্গীর মাতাব্বরের স্ত্রী মিনারা বেগম (৪০)। 

জানা গেছে, রোলেক্স ব্র্যান্ডের হাতঘড়ির ব্যবসায় অংশীদার করার প্রলোভন দেখিয়ে মামুন (৪২) নামে এক ব্যক্তির কাছ থেকে ৪৫ লাখ টাকা প্রতারণামূলক আত্মসাত করে একটি চক্র। এ ঘটনায় ওই ভুক্তভোগী গত ২১ নভেম্বর রাতে ডেমরা থানায় অভিযুক্ত মানিক (৬৫), দেলোয়ার (৬০) ও আজাদসহ (৫৬) অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা করেন।

ঘটনাটি ঘটে ডেমরার বাশেরপুল ইস্টার্ন হাউসিং সোসাইটি এলাকার রয়েল গার্ডেনের ৪/এ ফ্ল্যাটে। আসামিরা সবাই ওই ফ্ল্যাটের বাসিন্দা। তবে এ ঘটনায় কোনো আসামি গ্রেফতার হয়নি।

১০ নভেম্বর জমি বিক্রির উদ্দেশে কাগজপত্র নিয়ে মামুন ডেমরার ইস্টার্ন হাউসিং এলাকায় আগে থেকে কথা বলা মানিকের সঙ্গে দেখা করতে যান। এ সময় মানিকসহ অভিযুক্তরা তাকে আটটি রোলেক্স ঘড়ি দেখিয়ে শেয়ারহোল্ডার করার প্রলোভন দেয় এবং ঘড়ির চালান আনতে টাকা দাবি করেন। তাদের কথায় বিশ্বাস করে মামুন ১১ নভেম্বর রয়েল গার্ডেনের ওই ফ্ল্যাটে ১০ লাখ টাকা এবং ১৯ নভেম্বর একই স্থানে আরও ৩৫ লাখ টাকা দেন। তখন তিনজন আসামির পাশাপাশি এক বিদেশি ব্যক্তি ও একজন অজ্ঞাত নারীও উপস্থিত ছিলেন। টাকা নেওয়ার পর আসামিরা টাকা গোনার কথা বলে পাশের রুমে গিয়ে কৌশলে সটকে পড়ে।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, চাঞ্চল্যকর এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম