মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে পালাল সিংহ
মিরপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৭:৫২ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর মিরপুরে চিড়িয়াখানার খাঁচা থেকে একটি সিংহ পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে সিংহটি খাঁচা থেকে বেরিয়ে যায় বলে নিশ্চিত করেছেন চিড়িয়াখানার পরিচালক রফিকুর ইসলাম তালুকদার।
তিনি বলেন, সিংহটি চিড়িয়াখানার ভেতরেই রয়েছে। তার গতিবিধি নজরে রেখে ধরার চেষ্টা চলছে। তবে কাউকে আঘাত করেনি সিংহটি। অবশ করার গান (অস্ত্র) নিয়ে আমরা প্রস্তুত রয়েছি। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।
চিড়িয়াখানার ভেতরের দর্শনার্থীরা বের হয়ে গেছেন বলে জানান পরিচালক রফিকুল ইসলাম।
সিংহটি কিভাবে বেরিয়ে গেল- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, হয়তো তালা লাগানো হয়নি। কারণ, কোথাও কোনো গ্রিল ফাঁকা বা ভাঙা কিছু নেই। দরজা দিয়ে বের হওয়ার সম্ভাবনা বেশি।
