Logo
Logo
×

রাজধানী

রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:২১ এএম

রাজধানীতে আজ যেসব কর্মসূচি রয়েছে

ফাইল ছবি।

দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দপ্তর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন। শনিবার (৬ ডিসেম্বর) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

পরিবেশ উপদেষ্টার কর্মসূচি

বন্যপ্রাণী, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার সকাল সাড়ে ১০টায় আগারগাঁও বন ভবনে এ মতবিনিময় অনুষ্ঠিত হবে।

এবং বিকাল সাড়ে ৩টায় পানি নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তন: স্থানীয় জ্ঞান, বৈশ্বিক দৃষ্টিভঙ্গি শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিবেন পরিবেশ উপদেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এটি অনুষ্ঠিত হবে।

 শিক্ষা উপদেষ্টার কর্মসূচি

বাংলাদেশ স্কাউটস এর প্রোগ্রাম বিভাগের উদ্যোগে শনিবার সকাল সাড়ে ৯ টায় বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দফতরের শামস হলে এবং বাংলাদেশ স্কাউটসের সব অঞ্চলে একযোগে ২০২০-২০২৪ সাল পর্যন্ত শাপলা কাব অ্যাওয়ার্ড, ২০২১-২০২৪ সাল পর্যন্ত প্রেসিডেন্ট'স স্কাউট অ্যাওয়ার্ড এবং ২০২৩ সালের প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অ্যাওয়ার্ড বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা ও অ্যাওয়ার্ড অর্জনকারীদের মধ্যে অ্যাওয়ার্ড বিতরণ করবেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।

স্থানীয় সরকার উপদেষ্টার কর্মসূচি

বরিশাল জেলার মুলাদী উপজেলাধীন আড়িয়াল খাঁ নদীর উপর বাস্তবায়িত ৫১২ মি: দীর্ঘ সেতুর শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশগ্রহণ করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দুপুর ১২টায় কাচি চর সাহেবের চর দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান হবে।

 নাহিদ ইসলামের কর্মসূচি

দেশ বদলাবে, দক্ষতা ও উৎকর্ষতায় জুলাই স্পিরিটে আলোকিত পেশাজীবীদের সংগঠন ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্স এর আত্মপ্রকাশ হতে যাচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও অভ্যুত্থানের অগ্রনায়ক নাহিদ ইসলাম। শনিবার বিকেল ৪টায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে এটি অনুষ্ঠিত হবে।

আনসার-ভিডিপির কর্মসূচি

আনসার-ভিডিপি কর্তৃক কড়াইল বস্তির আগুনে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য চালু করা মানবিক সেবাকেন্দ্রের সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ। শনিবার ১২টায় টি এন্ড টি মাঠে এটি অনুষ্ঠিত হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম