ফুটপাত থেকে নারীসহ দুজনের মরদেহ উদ্ধার
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:২১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর শাহবাগ থানাধীন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ ও কেন্দ্রীয় শহীদ মিনারের ফুটপাতের পাশ থেকে অজ্ঞাতনামা নারীসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত দুজনের বয়স আনুমানিক ৩৫ ও ৬৫ বছর।
রোববার বিকাল সোয়া ৫টা ও সন্ধ্যা সোয়া ৬টার দিকে আলাদা দুটি স্থান থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঢামেক জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী জানান, বিকালের দিকে জরুরি বিভাগের ওয়ানস্টপ ইমার্জেন্সি সেন্টারের (ওসেক) পেছনের ফুটপাতে অচেতন অবস্থায় ওই নারীকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ওয়ার্ড বয়দের সহায়তায় দ্রুত তাকে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, এখনো নারীর পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ মর্গে রাখা হয়েছে এবং প্রযুক্তির সহায়তায় তার নাম–পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনাটি শাহবাগ থানা পুলিশকে জানানো হয়েছে।
অন্যদিকে সন্ধ্যার পর কেন্দ্রীয় শহীদ মিনারের ফুটপাতের পাশ থেকে অচেতন অবস্থায় এক বৃদ্ধকে উদ্ধার করে পুলিশ। শাহবাগ থানার উপ–পরিদর্শক (এসআই) খালেক জানান, উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি আর বেঁচে নেই। তিনি আরও বলেন, ঘটনাস্থলের আশপাশের লোকজনকে জিজ্ঞেস করেও ওই বৃদ্ধের পরিচয় জানা যায়নি। মরদেহ মর্গে রাখা হয়েছে এবং সিআইডির ক্রাইম বিভাগকে জানানো হয়েছে। প্রযুক্তির সহায়তায় তার পরিচয়ও শনাক্তের চেষ্টা চলছে।
দুটি মৃত্যুর পেছনে কোনও অপরাধমূলক ঘটনার ইঙ্গিত পাওয়া গেছে কি না—এ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
