ব্যানার-পোস্টার-বিলবোর্ড অপসারণে ডিএসসিসির অভিযান
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৫৮ পিএম
রাজধানীতে অননুমোদিত ব্যানার–পোস্টার–বিলবোর্ড অপসারণে অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীতে অননুমোদিত ব্যানার–পোস্টার–বিলবোর্ড অপসারণে অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কর্মকর্তারা জানান, অনুমতি বা অনুমোদন ছাড়া ঝুলানো সব ধরনের ব্যানার, পোস্টার ও বিলবোর্ড আগামী এক সপ্তাহের মধ্যে অপসারণ করা হবে।
সিটি করপোরেশন আইনে বলা আছে, বিনা অনুমতিতে বা নিষিদ্ধ স্থানে বিলবোর্ড, ব্যানার কিংবা ফেস্টুন স্থাপন বা টানালে সর্বোচ্চ ১৫ দিন পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে। এছাড়া নির্বাচন কমিশনের নির্দেশনাও বিবেচনায় রাখা হচ্ছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মঙ্গলবার (২ নভেম্বর) নগরের দেয়ালসহ বিভিন্ন স্থানে লাগানো ব্যানার, ফেস্টুন ও সাইনবোর্ড অপসারণে একটি গণবিজ্ঞপ্তি জারি করে ডিএসসিসি। এতে জানানো হয়, সম্প্রতি ডিএসসিসি এলাকায় করপোরেশনের অনুমতি ছাড়া বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন, পোস্টার, ব্যক্তি মালিকানাধীন স্থাপনায় বিজ্ঞাপন ও নির্বাচনী প্রচারণার প্রচারপত্র টানানো হয়েছে, যা ‘দেওয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১২’-এর পরিপন্থি।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিচ্ছন্ন ও সুন্দর নগরী গড়তে অনুমতিবিহীন সব ব্যানার, ফেস্টুন, পোস্টার, বিজ্ঞাপন, সাইনবোর্ড ও নির্বাচনী প্রচারপত্র স্ব-উদ্যোগে অপসারণ করতে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনগুলোকে অনুরোধ করা হচ্ছে। অন্যথায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

