রাজধানীতে যুবককে ছুরিকাঘাতে হত্যা
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৬ এএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর লালবাগ থানার শহীদনগর ২ নম্বর গলিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে মোহাম্মদ হোসেন (২৪) নামে এক কারখানা কর্মচারীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকাল সোয়া ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
হোসেন শহীদনগর ২ নম্বর গলিতে ভাড়া থাকতেন। তিনি মাদারীপুরের কালকিনি উপজেলার শাহ আলমের ছেলে। স্থানীয় একটি চুড়ি ও গহনা তৈরির কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
হোসেনকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু মো. আব্দুল রাকিব জানান, সোমবার রাতে হোসেন ও তার বন্ধু নীরব ২ নম্বর গলি দিয়ে যাচ্ছিল। নীরবের হাতে থাকা একটি লোহার পাইপ চাইতে যান স্থানীয় আবির (২৮) নামে তাদেরই সমবয়সী এক যুবক। নীরব পাইপ দিতে অপারগতা জানালে আবির তাকে কয়েকটি চড়–থাপ্পড় দেন। তখন হোসেন প্রতিবাদ করে আবিরকে চড় মারেন। পরে স্থানীয় বড় ভাইয়েরা মিলে বিষয়টি মীমাংসা করে দেন।
রাকিব বলেন, আজ দুপুরে কারখানায় কাজ শেষ করে বাসায় ফিরছিল হোসেন। শহীদনগর ২ নম্বর গলির দুলালের দোকানের সামনে পৌঁছালে ওৎ পেতে থাকা আবির সুইচ গিয়ার দিয়ে তার পেটে ৫–৬টি আঘাত করেন। এরপর আশপাশের লোকজন আবিরকে ধরে ফেলে এবং আমরা দ্রুত হোসেনকে হাসপাতালে নিয়ে আসি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক নিহতের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত যুবকের বুক ও পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি লালবাগ থানায় জানানো হয়েছে।
লারবাগ থানার ওসি মো. ইয়াসিন আলী জানান, পূর্বে কোনো শত্রুতা ছিল কিনা কিংবা কারও ইন্ধন আছে কিনা—সবকিছু খতিয়ে দেখা হবে। এ ঘটনায় যেই জড়িত থাকুক, তাকে আইনের আওতায় আনা হবে।
