Logo
Logo
×

রাজধানী

সিআইডির ট্রেনিং সেন্টারে এসআইয়ের ঝুলন্ত লাশ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৩:১৪ পিএম

সিআইডির ট্রেনিং সেন্টারে এসআইয়ের ঝুলন্ত লাশ

প্রতীকী ছবি

রাজধানীর পল্টনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পরিচালিত ডিটেকটিভ ট্রেনিং স্কুল (ডিটিএস) থেকে আফতাব উদ্দিন রিগান নামে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ‍বুধবার বেলা ১১ টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান। 

তিনি বলেন, নিহতের বয়স ৩৭ বছর। এর আগে তার পোস্টিং মৌলভীবাজারে ছিল। ৫ আগস্টের পর তিনি ঢাকায় আসেন। 


আফতাব আত্মহত্যা করেছেন জানিয়ে মোস্তফা কামাল খান বলেন, পারিবারিক কারণেও হতে পারে বা অন্য কোনো কারণে হতে পারে। আমরা সেটা তদন্ত সাপেক্ষে বের করে আপনাদের জানাব।

আফতাব উদ্দিন রিগান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল বিভাগে কর্মরত ছিলেন।

লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম