তেজগাঁও কলেজে সংঘর্ষে আহত সেই শিক্ষার্থী মারা গেছেন
তেজগাঁও (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৯:৩০ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
তেজগাঁও কলেজ ছাত্রাবাসে সংঘর্ষে গুরুতর আহত হওয়ার চার দিন পর অবশেষে মৃত্যুবরণ করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী সাকিবুল হাসান রানা।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ঘটনা সূত্রে জানা যায়, ৬ ডিসেম্বর রাতে ছাত্রাবাসে মাদক সেবনকে কেন্দ্র করে ছাত্রদলের দুই উপ-গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। মুহূর্তেই পরিস্থিতি হাতাহাতি থেকে ধারালো অস্ত্রের ব্যবহারে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এতে রানা ছাড়াও আরও দুই শিক্ষার্থী গুরুতর আহত হন। সহপাঠীরা দ্রুত রানাকে হাসপাতালে নিয়ে গেলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মাথায় আঘাত, অতিরিক্ত রক্তক্ষরণ এবং শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত থাকার কারণে শুরু থেকেই তার অবস্থা আশঙ্কাজনক ছিল। তিন দিন লাইফ সাপোর্টে রাখার পরও অবস্থার উন্নতি না হওয়ায় আজ দুপুরে তাকে মৃত ঘোষণা করা হয়।
রানার মৃত্যুতে সহপাঠী শিক্ষক এবং স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ক্যাম্পাসে ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন মহল থেকে দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।
