Logo
Logo
×

রাজধানী

রাজধানীতে ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল ২ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

Icon

ডেমরা (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:২৬ এএম

রাজধানীতে ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল ২ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

ইরাম হৃদয়-তাহসিন তপু। ফাইল ছবি

রাজধানীর ডেমরায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর সোয়া ৪টার দিকে মিনি কক্সবাজার রোডে (ধার্মিকপাড়) এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীরা হলেন- আইইউবি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত তাহসিন তপু (২৫) ও ইউআইইউর শিক্ষার্থী ইরাম হৃদয় (২৩)। তাদের এক বড় ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠান থেকে ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন।

নিহত তাহসিন ডেমরার সানারপাড়া এলাকার বাবুলের ছেলে ও নিহত ইরাম হৃদয়ের বাসা সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগংরোড এলাকায় বলে জানা গেছে।

এ ঘটনায় গাড়িটি জব্দ করে থানায় রাখা হলেও চালক পালিয়ে গেছেন বলে জানিয়েছেন ডেমরা থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার এসআই মো. রুবেল হাওলাদার বলেন, ডিএসসিসির ময়লার গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষের পর গুরুতর আহত অবস্থায় দুই শিক্ষার্থীকে তাদের বন্ধুরা ঢামেক হাসপাতালে নিয়ে যায়। এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রথমে তাহসিনকে পরিক্ষা-নিরীক্ষার পর ভোর পৌনে ৫টার দিকে মৃত ঘোষণা করেন। এদিকে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৫টার দিকে অপর শিক্ষার্থী ইরাম হৃদয়ের মৃত্যু হয়।

তাদের লাশ বর্তমানে হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

এ বিষয়ে উদ্ধারকারী ও নিহতদের বন্ধুর ছোট ভাই তাওসিফ বলেন, সিয়াম নামে তাদের এলাকার এক বড় ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়েছিলেন তাওসিফসহ কয়েকজন বন্ধু। পরে অনুষ্ঠান শেষে ফেরার পথে ডেমরার ধার্মিক পাড়া মিনি কক্সবাজার রোডে বন্ধুরা মিলে চা খাচ্ছিলেন। হঠাৎ তাহসিন তপু ও ইরাম হৃদয় মোটরসসাইকেলযোগে কিছুদুর যেতেই দুর্ঘটনার শব্দ পাই। তখন বন্ধুরা এগিয়ে গিয়ে দেখেন ডিএসসিসির গাড়ির নিচে মোটরসাইকেল এবং আরোহী দুজন ছিটকে পড়ে আছেন। পরে দ্রুত তাদের ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

নিহতের বন্ধুদের অভিযোগ, তারা ওই এলাকার বাসিন্দা। আর মিনি কক্সবাজার রোডে চলাচল করা ডিএসসিসির ময়লার গাড়ির অধিকাংশ চালকরাই মাদকাসক্ত। আর মাদক সেবনরত অবস্থায় চালকরা রাতে বেপরোয়া গতিতে গাড়ি চালায়। কোন নিয়ম-নিতীর তোয়াক্কাও করেনা ময়ালার গাড়ির চালকেরা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম