Logo
Logo
×

রাজধানী

মালিবাগে রিহ্যাব সেন্টারে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:২৬ এএম

মালিবাগে রিহ্যাব সেন্টারে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

ফাইল ছবি

রাজধানীর রমনা থানাধীন মালিবাগ এলাকায় একটি রিহ্যাব সেন্টারে মারামারির ঘটনায় গুরুতর আহত রাশেদুল ইসলাম তানভীর (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত তানভীর রাজবাড়ীর বালিয়াকান্দি থানার আব্দুল খালেকের ছেলে। পরিবারে দুই ভাই ও এক বোন। নিহত তানভীরের ভাই মো. মনিরুল ইসলাম জানান, তার ভাই আগে নেশাগ্রস্ত ছিলেন এবং চিকিৎসার জন্য তাকে মালিবাগের একটি রিহ্যাবে ভর্তি করা হয়। 

তিনি অভিযোগ করে বলেন, ‘গতকাল রিহ্যাবের একটি ছেলের সঙ্গে আমার ভাইয়ের ঝগড়া হয়। তখন সে আমার ভাইয়ের অণ্ডকোষে লাথি দেয় এবং মারধর করে। এতে আমার ভাই অসুস্থ হয়ে পড়ে। পরে তারা প্রাথমিক চিকিৎসা দিলেও অবস্থার অবনতি হয়। আজ বিকেলে ওরা ফোন দিয়ে জরুরি দেখা করতে বলে। আমরা ঢামেকে এসে আমার ভাইকে মৃত অবস্থায় পাই।’

তিনি আরও বলেন, ‘আমার ভাইকে রিহ্যাবের লোকজন পিটিয়ে হত্যা করেছে। এর বিচার চাই। চার মাস পরই আমার ভাই সেখান থেকে বের হয়ে আসত—এ কথাই তারা জানিয়ে ছিল।’

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তানভীরের মরদেহ ঢামেক জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম