Logo
Logo
×

রাজধানী

স্মৃতিতে ভাসল শাহীন ক্যাডেট কোচিং-এর প্রথম প্রজন্ম

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৮ এএম

স্মৃতিতে ভাসল শাহীন ক্যাডেট কোচিং-এর প্রথম প্রজন্ম

সংগৃহীত ছবি

প্রিয় বন্ধন আর স্মৃতির টানে শাহীন শিক্ষা পরিবার তথা শাহীন ক্যাডেট কোচিং-এর প্রথম প্রজন্মের শিক্ষার্থীদের প্রতীক্ষিত ‘স্মৃতিমিলন ২০২৫’ পুনর্মিলনী সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজনে ‘স্মৃতি জাগুক স্কুল জীবনের, বন্ধন হোক আরও গভীর’— এই স্লোগান যেন আরও বাস্তব হয়ে উঠেছিল। 

শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজধানীর উত্তরা সেক্টর–৭-এ অবস্থিত শাহীন শিক্ষা পরিবার-এর কর্পোরেট কার্যালয়ে এই বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়। 

পুনর্মিলনীতে অংশ নেন শাহীন ক্যাডেট কোচিং-এর প্রথম চারটি ব্যাচ—১৯৯২, ১৯৯৩, ১৯৯৪ ও ১৯৯৫—যারা ১৯৯৮, ১৯৯৯, ২০০০ ও ২০০১ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। দীর্ঘ ২৫-৩০ বছর পর প্রায় ১০০ জন সাবেক শিক্ষার্থী একসঙ্গে মিলিত হন প্রিয় বন্ধন আর স্মৃতির টানে।

পুনর্মিলনীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন, চেয়ারম্যান, শাহীন শিক্ষা পরিবার ও প্রেসিডেন্ট, সেফ ফাউন্ডেশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মাহবুবুর রহমান সেলিম, ব্যবস্থাপনা পরিচালক, শাহীন শিক্ষা পরিবার এবং মুহাম্মদ আনোয়ার হোসেন আসলাম, নির্বাহী পরিচালক এবং শাহীন শিক্ষা পরিবার।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম