উত্তরায় জুলাই রেভেলস সংগঠনের সদস্যের ওপর হামলা
যুগান্তর প্রতিবেদন ও উত্তরা পূর্ব (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৩:৩১ এএম
প্রতীকী ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর উত্তরায় জুলাই রেভেলস সংগঠনের এক সদস্যকে ইটের আঘাতে জখম করার খবর পাওয়া গেছে।
শনিবার রাত ৯টার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টরে অবস্থিত সংগঠনটির অফিসের সামনে ইউসুফ আলী রেদোয়ান নামের ওই সদস্যকে ইট দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
সূত্র জানায়, বিকালে শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় উত্তরায় মানববন্ধন শেষে ফেরার পথে ওই সদস্যের ওপর হামলা চালানো হয়। তবে, কে বা কারা এই হামলার সঙ্গে জড়িত এ নিয়ে সঠিক তথ্য দিতে পারেনি কেউ।
বর্তমানে জুলাই রেভেলসের ওই সদস্যকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উত্তরার ৬ নম্বর সেক্টরের ইউএসবি স্পেশালাইজড হসপিটালে (রাজউক কলেজ সংলগ্ন) আনা হয়েছে।
এদিকে পুলিশ জানায়, জুলাই রেভেলস নামক সংগঠনটি একটি বড় রাজনৈতিক ছত্রছায়ায় পরিচালিত। নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই সংগঠনের অফিসের সামনে মারামারির ঘটনা ঘটে। এতে ওই সদস্যের মাথা ফেটে গেছে।
এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ওসি) মোরশেদ আলম যুগান্তরকে বলেন, নিজেদের মধ্যে আধিপত্যকে কেন্দ্র করে অফিসে দুইপক্ষের মারামারি ঘটনায় রেদোয়ান নামের একজন আহত হয়েছে। আহতকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।
