নবীউল্লাহ নবীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৮ পিএম
ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা–৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নবীউল্লাহ নবীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিভাগীয় নির্বাচন কমিশনারের কার্যালয় (সবুজবাগ) থেকে ঢাকা-৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফেরদৌস হোসেন রনি আনুষ্ঠানিকভাবে ওই মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় সংশ্লিষ্ট নির্বাচন অফিসার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ইউসুফ রহমান ধানের শীষ প্রতীকের মনোনয়নপত্রটি নেতাকর্মীদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন- কৃষিবিদ সুমন আনসারী মনা, ব্যবসায়ী সিরাজউদ্দৌলা খোকন, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের সাধারণ সম্পাদক মীর হাসান কামাল তাপস, এএসএম শামীম, ডেমরা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মো. হজরত আলী, যাত্রাবাড়ী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এহেতাশেম উদ্দিন নকিব ও যাত্রাবাড়ী থানা আহ্বায়ক কমিটির সদস্য তারেকুল ইসলাম তারেক প্রমুখ।
