ঢাকা-১৮ আসনে এসএম জাহাঙ্গীরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
উত্তরা পশ্চিম (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১০:৩২ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
আজ রোববার দুপুরে উত্তরা থানা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতারা। এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, দক্ষিণখান থানা বিএনপির সাবেক সভাপতি শাহাব উদ্দিন সাগর, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ও ডিএনসিসির সাবেক কাউন্সিলর আলী আকবর আলী, মহানগর উত্তর বিএনপির সদস্য আব্দুস সালাম সরকার, রফিকুল ইসলাম খান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মো. জামির হোসেন।
মনোনয়নপত্র সংগ্রহকালে নেতারা জানান, ঢাকা-১৮ আসনের জনগণের মধ্যে এসএম জাহাঙ্গীর হোসেনের ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। দলের আন্দোলন-সংগ্রামে তার সক্রিয় ভূমিকা এবং সাংগঠনিক দক্ষতার কারণে এ আসনে বিএনপি তাকে মূল্যায়ন করেছে।
এদিকে মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে বিএনপির মনোনীত প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেন যুগান্তরকে বলেন, একজন প্রার্থী হিসেবে আমি শান্তিপূর্ণ ও একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছি। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব- এই স্লোগানকে আমরা বিশ্বাস করি।
তিনি বলেন, দীর্ঘ ৩৮ বছরের রাজনৈতিক জীবনে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। দল আমার প্রতি যে আস্থা রেখেছে, জনগণই সেটির মূল্যায়ন করবে ইনশাআল্লাহ।
