নির্মাণাধীন ভবনে ঢুকে সাইট ব্যবস্থাপককে গুলি
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৯ এএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর মহাখালীতে সেবা নার্সিং ইনস্টিটিউটের নির্মাণাধীন একটি ভবনে ঢুকে সাইট ব্যবস্থাপককে গুলি করেছে মাস্ক পরা একদল দুর্বৃত্ত। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন ওই প্রকল্পের সাইট ব্যবস্থাপক মো. নাজিমুদ্দিন (৪২)।
রোববার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মহাখালীর টিবি গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মো. নাজিমুদ্দিন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার খানপুর গ্রামের আমিনুল্লাহ চৌধুরীর ছেলে। তিনি বর্তমানে রাজধানীর নাখালপাড়া এলাকায় বসবাস করছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকালে ৮ থেকে ১০ জন মাস্ক পরা ব্যক্তি সেবা নার্সিং ইনস্টিটিউটের নির্মাণাধীন ভবনে প্রবেশ করে। তারা সেখানে কর্মরত একজন প্রকৌশলীকে খুঁজছিল। তবে ওই প্রকৌশলীকে না পেয়ে তারা সাইট ব্যবস্থাপক মো. নাজিমুদ্দিনকে মারধর শুরু করে। একপর্যায়ে ভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।
গুলিটি নাজিমুদ্দিনের বাঁ পায়ের হাঁটুর এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। পরে সহকর্মীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
আহত নাজিমুদ্দিনের ছোট ভাই আজিমউদ্দিন বলেন, ‘সন্ত্রাসীরা মাস্ক পরা অবস্থায় এসে একজন ইঞ্জিনিয়ারকে খুঁজছিল। তাকে না পেয়ে আমার ভাইকে মারধর করে। পরে চলে যাওয়ার সময় গুলি করে পালিয়ে যায়।’
বনানী থানার ওসি খলিফ মুনসুর বলেন, ‘বিকালে নার্সিং ইনস্টিটিউটের সামনে গুলির ঘটনা ঘটেছে। গুলিটি তার পা দিয়ে বেরিয়ে গেছে। আহত ব্যক্তি বর্তমানে থানায় আছেন এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একটি দল কাজ শুরু করেছে।

