Logo
Logo
×

রাজধানী

চকবাজারে মেস রুম থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৩:২৪ এএম

চকবাজারে মেস রুম থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

রাজধানীর চকবাজারের আজগর আলী লেনের একটি মেস রুম থেকে মো. হৃদয় (২৩) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) বেলা আড়াইটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত হৃদয় চাঁদপুর সদর উপজেলার তরপুরচর গ্রামের মজিব ব্যাপারীর ছেলে। তিনি বর্তমানে চকবাজারের আজগর আলী লেনের একটি বাসার চতুর্থ তলায় একটি মেসে ভাড়া থাকতেন। স্বজনদের ভাষ্য অনুযায়ী, হৃদয় চকবাজার এলাকার একটি কসমেটিকসের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

নিহতের চাচা মো. অন্তর জানান, তিনি ও হৃদয় একই কসমেটিকসের দোকানে চাকরি করতেন। সোমবার সকালে দোকানে এসে হৃদয় জানান, তার শরীর ভালো লাগছে না। সে দুই-তিন ঘণ্টা বিশ্রাম নিয়ে আবার দোকানে আসবে বলে জানায়।

এরপর হৃদয় মেস রুমে গিয়ে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। দুপুরে খাবার খাওয়ার সময় তারা মেস রুমে গিয়ে হৃদয়ের কোনো সাড়াশব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখেন—হৃদয় গলায় গামছা পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছেন।

পরে বিষয়টি স্থানীয় থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে হৃদয়ের অচেতন দেহ উদ্ধার করে এবং দ্রুত হাসপাতালে নেওয়ার নির্দেশ দেয়। এরপর স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, হৃদয় আর বেঁচে নেই।

নিহতের চাচা আরও জানান, কী কারণে হৃদয় এমন ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে পরিবার কিছুই জানে না। দুই ভাই ও দুই বোনের মধ্যে হৃদয় ছিলেন দ্বিতীয়। পরিবারের অন্য সদস্যরা গ্রামের বাড়িতেই থাকেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম