Logo
Logo
×

রাজধানী

ঢামেকে অসুস্থ কয়েদির মৃত্যু

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৭ পিএম

ঢামেকে অসুস্থ কয়েদির মৃত্যু

প্রতীকী ছবি: যুগান্তর

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ সুজন মিয়া নামে এক কয়েদির ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে অসুস্থ অবস্থায় ঢামেক হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, মঙ্গলবার সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সুজন মিয়া। তাৎক্ষণিকভাবে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। বেলা ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারারক্ষী মো. আল-আমিন বলেন, সকালে হঠাৎ সুজন অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরও বলেন, সুজন কেন্দ্রীয় কারাগারের একজন কয়েদি ছিলেন। তার কয়েদি নম্বর ৯৬২৫/এ। সুজনের বাবার নাম মো. সালামত মিয়া। তবে তিনি কোন মামলায় কারাবন্দি ছিলেন, সে বিষয়ে কারা কর্তৃপক্ষ বিস্তারিত জানাবে বলে জানান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, সুজন মিয়ার লাশ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ইতোমধ্যে কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার পর লাশের ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম