Logo
Logo
×

রাজধানী

ককটেল বিস্ফোরণে নিহতের ঘটনায় মাঠে সিটিটিসি ইউনিট

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১১:১১ পিএম

ককটেল বিস্ফোরণে নিহতের ঘটনায় মাঠে সিটিটিসি ইউনিট

ককটেল বিস্ফোরণে সিয়াম নামের যুবক নিহতের ঘটনায় আলামত সংগ্রহে ঘটনাস্থলে এসেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।

রাজধানীর মগবাজারে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সামনে ককটেল বিস্ফোরণে সিয়াম (২১) নামের এক যুবক নিহতের ঘটনায় আলামত সংগ্রহে ঘটনাস্থলে এসেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ঘটনার পর খবর পেয়ে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে শক্তিশালী ককটেলের আলামত সংগ্রহ শুরু করে।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইবনে মিজান বলেন, ঘটনাটি ঘটার পর আমাদের সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসেছে। তারা আলামত সংগ্রহ করছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এই ঘটনাটি কারা ঘটিয়েছে, তা শনাক্তে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট কার্যক্রম শুরু করেছে।

বুধবার (২৪ ডিসেম্বর) রাত সোয়া ৭টার দিকে মগবাজার ফ্লাইওভারের ওপর থেকে দুর্বৃত্তরা একটি ককটেল নিচে নিক্ষেপ করে। ককটেলটি সরাসরি সিয়ামের মাথার ওপর পড়ে বিস্ফোরিত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।    

ঘটনার পর রাত পৌনে ৯টার দিকে নিহত সিয়ামের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়।

নিহত সিয়ামের ছোট ভাই সিজান বলেন, আমার ভাই মগবাজারের জাহিদ কার ডেকোরেশন দোকানে কাজ করত। সে দোকান থেকে নাস্তা কিনতে বের হয়েছিল। চায়ের দোকানে চা চাওয়ার কিছুক্ষণের মধ্যেই তার মাথার ওপর ককটেল বিস্ফোরিত হয়। ঘটনাস্থলেই আমার ভাই মারা যায়।

তিনি আরও জানান, তাদের বাড়ি খুলনা জেলার দৌলতপুর থানা এলাকায়। বর্তমানে তারা মগবাজার এলাকায় বসবাস করতেন।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও সিটিটিসি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কার্যক্রম জোরদার করেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম