Logo
Logo
×

রাজধানী

গুলিস্তানের খদ্দর মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৮:২৭ পিএম

গুলিস্তানের খদ্দর মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে অবস্থিত খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের ৮তলা ভবনের ছাদে গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার (২৬ ডিসেম্বর)​সন্ধ্যা সাড়ে ৫টায় শপিং কমপ্লেক্সের ছাদের ওই গোডাউনে এক্সটেনশন থেকে আগুনের সূত্রপাত হয়।

তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া, হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে, শুক্রবার বিকাল ৫টা ২৮ মিনিটে আগুন লাগে। পরে খবর পাওয়ার ৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এর প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম