Logo
Logo
×

রাজধানী

শহীদ হাদির রুহের মাগফিরাত কামনায় কুরআন খতম

Icon

উত্তরা পশ্চিম (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১১:০০ পিএম

শহীদ হাদির রুহের মাগফিরাত কামনায় কুরআন খতম

শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় রাজধানীর উত্তরায় ত্রিশ পারা কুরআন পাঠ খতম করা হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর উত্তরার শহীদ মুগ্ধ মঞ্চে এ কুরআন খতম আয়োজন সম্পন্ন হয়। এতে প্রায় অর্ধ-শতাধিকেরও বেশি কুরআনে হাফেজ অংশগ্রহণ করেন।

জানা যায়, উত্তরার ছাত্রজনতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক থানা কমিটির উদ্যোগে আয়োজনটি অনুষ্ঠিত হয়েছে। এ সময় ওসমান হাদি হত্যার বিচারের দাবি জানান বক্তারা।

তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সরদার রিয়াদ বলেন, আমরা ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার চাই। এ খুনের সঙ্গে জড়িত পুরো চক্রকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। দেশের ভেতরে লুকিয়ে থাকা সব আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার করে হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উত্তরখান থানার আহ্বায়ক আব্দুর রহমান নাবিল বলেন, খুনিরা ভেবেছিল বিপ্লবী ওসমান হাদিকে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশে জুলাইয়ের শক্তিকে বিনষ্ট করে দেবে। কিন্তু না, ওসমান হাদির রক্তে আরও জোরালোভাবে ঐক্যবদ্ধ হয়েছি আমরা। হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে।

পরে দোয়া-মোনাজাতে শহীদ ওসমান শরিফ হাদির রুহের মাগফিরাত কামনা করা হয়। আয়োজনে দ্বিতীয় পর্বে ওসমান হাদির খুনিদের বিচারের দাবিতে বিপ্লবী কবিতা আবৃত্তি, বিদ্রোহী গান ও তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে ওসমান হাদিকে নিয়ে সংগীত পরিবেশন করেন বিভিন্ন পর্যায়ের শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম