Logo
Logo
×

রাজধানী

সাভারে যুবলীগ নেতা গ্রেফতার

Icon

জাভেদ মোস্তফা, যুগান্তর প্রতিবেদক, ঢাকা উত্তর

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৪:০৩ পিএম

সাভারে যুবলীগ নেতা গ্রেফতার

প্রতীকী ছবি

সাভারের বিরুলিয়ার কালিয়াকৈর থেকে নিষিদ্ধ সংগঠন যুবলীগের নেতা সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে বিরুলিয়া এলাকার কালিয়াকৈর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার সোহেল ১নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলামিন বিষয়টি নিশ্চিত করেছেন। সোহেলের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও ডাকাতিসহ ৫টি মামলা রয়েছে।   

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

স্থানীয়রা বলেন, আওয়ামী লীগ সরকার থাকলেও কালিয়াকৈর এলাকায় সোহেলের চাঁদাবাজি চলছিল। এ এলাকায় মাদক ব্যবসায় তার একক আধিপত্য রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ছিনতাই ও ডাকাতির অভিযোগও রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম