Logo
Logo
×

রাজধানী

সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী বেন কিউ হৃদয় গ্রেফতার

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:৩৩ এএম

সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী বেন কিউ হৃদয় গ্রেফতার

কুখ্যাত সন্ত্রাসী বেন কিউ হৃদয় নামে একজনকে আটক করেছে সেনাবাহিনী।

রাজধানীর হাজারীবাগ থানাধীন ঝাউচর বউ বাজার এলাকা থেকে কুখ্যাত সন্ত্রাসী বেন কিউ হৃদয় নামে একজনকে আটক করেছে সেনাবাহিনী।

শনিবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ‘অজেয়-৪’ ইউনিটের একটি চৌকস দল তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রোববার (২৮ ডিসেম্বর) দুপুরের দিকে তাকে হাজারীবাগ থানায় হস্তান্তর করা হয়।

সেনাসূত্র জানায়, ঝাউচর বউ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বেন কিউ হৃদয়কে গ্রেফতার করা হয়। এর আগে তাকে গ্রেফতারের লক্ষ্যে ডিবি পুলিশ, থানা পুলিশ ও র‍্যাব একাধিকবার অভিযান চালালেও সে প্রতিবারই কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

সেনাসূত্র আরও জানায়, কয়েকদিন আগে সেনাবাহিনীর পরিচালিত আরেকটি অভিযানে বেন কিউ হৃদয়ের ব্যবহৃত একটি স্থানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে ওই সময় সে আত্মগোপনে চলে যায়।

সর্বশেষ অভিযানে গ্রেফতারকৃত বেন কিউ হৃদয়ের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে সেনা সূত্র জানায়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে হাজারীবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।   

সেনাসূত্র জানায়, বেন কিউ হৃদয় দীর্ঘদিন ধরে ঝাউচর, হাজারীবাগ ও কয়ঘাট এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। সে একাধিক অপরাধী চক্রের নেতৃত্ব দিয়েছে। তার সহযোগী কয়েকটি গ্রুপ এখনও ওই এলাকায় অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

হাজারীবাগ থানার এসআই আবু সাঈদ চৌধুরী জানান, শনিবার রাতে অভিযান চালিয়ে সেনাবাহিনী একজনকে গ্রেফতার করে। রোববার দুপুরের দিকে একটি দেশীয় অস্ত্রসহ ওই ব্যক্তিকে হাজারীবাগ থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম