হানিট্র্যাপ ও অপহরণকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার
জাভেদ মোস্তফা, যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৬ পিএম
হানিট্র্যাপ ও অপহরণকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
|
ফলো করুন |
|
|---|---|
সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে হানিট্র্যাপ ও অপহরণকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ অভিযানে অপহৃত ব্যাক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
সোমবার (২৯ ডিসেম্বর) ভোররাতে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইদুল ইসলামের নেতৃত্বে সাভার মডেল থানার গেন্ডা এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোসা. জোসনারা বেগম (৩৯), মো. টুটুল (৩৫), মো. সুমন (৩৫) ও মো. রফিক মিয়া (৪৫)।
অভিযানে তাদের হেফাজতে থাকা অপহৃত ব্যাক্তি মো. মাসুম বেপারী (৩৭) কে উদ্ধার করা হয়। এ সময় আসামিদের কাছ থেকে ১টি গামছা, ১টি মাস্কিং টেপ, ভিকটিমের কাছ থেকে নেওয়া নগদ ৪ হাজার টাকা এবং ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাইদুল ইসলাম জানান, উদ্ধারকৃত ভিকটিম নিজে বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় সাভার মডেল থানার মামলা নম্বর-৭৩, তারিখ-২৯/১২/২০২৫, দণ্ডবিধি ১৮৬০ এর ৩৪২/৩৬৫/৩২৩/৩৮৫/৩৮৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, অভিযুক্তরা নারী সদস্যকে ব্যবহার করে হানিট্র্যাপের মাধ্যমে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে অপহরণ করতো এবং মুক্তিপণ ও চাঁদা আদায়ের মাধ্যমে অর্থ হাতিয়ে নিত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক অভিযোগ রয়েছে বলেও জানান তিনি।

