সায়দাবাদে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০১৮, ০৩:২৯ এএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর সায়েদাবাদে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার ভোরে গেন্ডারিয়া স্বামীবাগের সায়েদাবাদ রেললাইনের পাশের গলিতে এ ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিমের (৩৬) বাড়ি খুলনার সোনাডাঙ্গা থানার শেখপাড়ায়। পেশায় তিনি ওয়ার্কশপ ব্যবসায়ী ছিলেন।
ওয়ারী পুলিশ ফাঁড়ির এসআই মো. শরিফুল ইসলাম জানান, সায়েদাবাদে বাস থেকে নেমে রেললাইনের পাশের গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন ইব্রাহিম। এ সময় ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে। পরে দৌড়ে সালাউদ্দিন হাসপাতালের সামনে এসে পড়ে যান। এর পর ওই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পথে মারা যান ইব্রাহিম।
তার মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
