Logo
Logo
×

রাজধানী

গৃহবধূর ধর্ষকদের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০২ জানুয়ারি ২০১৯, ০৩:১৬ পিএম

গৃহবধূর ধর্ষকদের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র। ছবি-যুগান্তর

নৌকায় ভোট না দেয়ায় গৃহবধূকে ধর্ষণের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র। 

বুধবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ করে তারা। 

বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রীয় সভাপতি সীমা দত্তের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাসদ (মার্কসবাদী) থেকে ঢাকা-১৬ আসনের প্রার্থী নাঈমা খালেদ মনিকা, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের অর্থ সম্পাদক তাসলিমা আক্তার বিউটি প্রমুখ। 

সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সীমা দত্ত বলেন, ‘একটা দেশে নারী ও শিশুর অবস্থান নির্ণয় করে সে  দেশে মানুষ কেমন আছে। নোয়াখালী সুবর্ণচরে একজন মা যেভাবে গণধর্ষণ ও নির্যাতনের শিকার হলো, তা  কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গত ১০ বছরে এই সরকার নারীর নিরাপত্তা দিতে পারেনি দাবি করে তিনি বলেন, তনু হত্যা, বর্ষবরণে নারী নিপীড়নসহ সর্বশেষ সুবর্ণচরে চার সন্তানের জননীকে গণধর্ষণের ঘটনায় সরকার কোনো উদ্যোগ নেবে না। তাই, সাধারণ মানুষকে আজ এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

ধর্ষক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম