Logo
Logo
×

রাজধানী

ঢাকায় অপহৃত শিশু চাঁদপুরে উদ্ধার

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৮ এপ্রিল ২০১৯, ০২:৫৯ পিএম

ঢাকায় অপহৃত শিশু চাঁদপুরে উদ্ধার

ঢাকায় অপহৃত শিশু চাঁদপুরে উদ্ধার। ছবি সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জ থেকে অপহৃত চার বছরের এক শিশুকে চাঁদপুর থেকে উদ্ধারসহ একজনকে আটক করেছে পুলিশ।  চাঁদপুর সদর থানার ওসি মো. নাসিম উদ্দীন জানান,  সোমবার সকালে চাঁদপুর লঞ্চঘাট থেকে তুহিন নামে এই শিশুটিকে তারা উদ্ধার করেন।

তুহিন চাঁদপুরের কচুয়া উপজেলার মনির হোসেন গাজীর ছেলে। মনির কেরানীগঞ্জে পরিবার নিয়ে থাকেন।

আটক আবুল হোসেনের বাড়ি শরীয়তপুরের তারাবুনিয়া এলাকায়।

শিশুর বাবা মনির হোসেন বলেন, আবুলের সঙ্গে তাদের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। রোববার বিকাল ৩টার দিকে আবুল শিশুটিকে চকলেট কিনে দেওয়ার কথা বলে বাসা থেকে নিয়ে আসেন।

দীর্ঘ সময় তার খোঁজ না পেয়ে আবুলের মোবাইলে ফোন করে বন্ধ পাই। পরে গভীর রাতে তার সঙ্গে মোবাইল ফোনে কথা হয়। তখন বুঝতে পারি সে কোনো একটি লঞ্চে আছে। এই ধরণা থেকেই আমরা দ্রুত চাঁদপুর এসে বিষয়টি পুলিশকে জানাই। এরপর চাঁদপুর লঞ্চঘাট থেকে পুলিশ শিশুটিকে উদ্ধার ও আবুলকে আটক করে বলে তিনি জানান।
ওসি নাসিম প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য দিয়ে বলেন, আবুল হোসেন শিশুটিকে কেরানীগঞ্জ থেকে অপহরণ করে নিয়ে আসেন। শিশুর স্বজনরা তাকে ধরার চেষ্টা করার একপর্যায়ে পুলিশ তাকে আটক করে।

এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

অপহৃত শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম