Logo
Logo
×

রাজধানী

চকবাজারে ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৫ জুন ২০১৯, ০৫:১১ এএম

চকবাজারে ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর চকবাজারে ভবনের ছাদ থেকে পড়ে জাহাঙ্গীর (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

সোমবার দিনগত রাত ২টার দিকে পশ্চিম ইসলামবাগে এ দুর্ঘটনা ঘটে। 

চকবাজার থানার এএসআই তাজুল ইসলাম জানান, ৭০/১০ নম্বর বাড়ি ছয়তলার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন জাহাঙ্গীর। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, রাতে হঠাৎ চোর চোর বলে ডাক-চিৎকার শুনতে পান প্রতিবেশীরা। এর পর ভবন থেকে কিছু একটি পড়ার শব্দ পেয়ে ওই বাড়ির সামনে গিয়ে রক্তাক্ত অবস্থায় জাহাঙ্গীরকে পড়ে থাকতে দেখেন তারা। 

নিহত জাহাঙ্গীর স্ত্রী ও তিন সন্তান নিয়ে পশ্চিম ইসলামবাগ এলাকায় থাকতেন। তিনি পেশায় আইপিএস মিস্ত্রি ছিলেন ও পাশাপাশি ভ্যান চালাতেন।

তবে তার মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান এএসআই তাজুল ইসলাম।

ভবন যুবক মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম