বন্ধুদের সঙ্গে নদে ঝাঁপ, ডেমরায় স্কুলছাত্রের মৃত্যু
ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৩ আগস্ট ২০১৯, ০১:৫৭ পিএম
ডেমরা বালুনদ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর ডেমরায় বন্ধুদের সঙ্গে ব্রিজ থেকে বালুনদে ঝাঁপ দেয়ার পর মো. ফাহাদ (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর ১২টায় ডেমরা বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ফাহাদ সারুলিয়া রসুলনগরের শাহিনূর ইসলাম বাবুর ছেলে। সে ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
স্বজনরা জানান, শুক্রবার দুপুরে ফাহাদসহ এলাকার চার বন্ধু বালুনদে গোসল করতে যায়। তারা ডেমরা-চনপাড়া সেতু থেকে নদে ঝাঁপ দেয়। এরপর তিন বন্ধু তীরে পৌঁছতে পারলেও সাঁতার না জানায় ডুবে যায় ফাহাদ।
খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের ডুবুরি দল সেঁতুর কাছে নদের তলদেশ থেকে ফাহাদকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডেমরা থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, তদন্তসাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।
