Logo
Logo
×

রাজধানী

যে কারণে স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে ঢুকতে পারল না মশক নিধন দল

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৭ আগস্ট ২০১৯, ০৯:৫০ এএম

যে কারণে স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে ঢুকতে পারল না মশক নিধন দল

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেকের বাসা। ছবি-সংগৃহীত

মশক নিধন ও এডিস মশার লার্ভা নিধনে অভিযানরত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেকের বাড়িতে প্রবেশ করতে পারেননি।

মন্ত্রী বাসায় না থাকায় মশক নিধন দলকে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি বলে জানা গেছে।  

জানা গেছে, মঙ্গলবার সকালে রাজধানীর বারিধারার পার্ক রোডে এডিস মশার লার্ভা নিধন ও সচেতনতা বৃদ্ধিতে অভিযান শুরু করেন ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসানের নেতৃত্বে এই দলে সার্বিক সহযোগিতা করেন স্থানীয় ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন।
 
অভিযানের শুরুতে পার্ক রোডে তিনটি বাড়ি পরিদর্শনের পর স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে প্রবেশ করতে চান ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা। 

কিন্তু তাদের প্রবেশ করতে বাধা দেয়া হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাউন্সিলর তাদের পরিচয় দিলেও প্রবেশে বাধা দেন স্বাস্থ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ফারুক আহমেদ। 

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা উত্তর সিটির ১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিল জাকির হোসেন যুগান্তরকে বলেন, আমরা মন্ত্রীর বাসায় প্রবেশ করতে চাইলে তার পিএস জানান, ‘স্যার আজ বাসায় নেই। আপনারা অন্যদিন আসেন।’ এর পর সেখান থেকে আমরা চলে আসি।

স্বাস্থ্যমন্ত্রী বাসা মশক নিধন দল প্রবেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম