Logo
Logo
×

রাজধানী

মসজিদের সামনে ঠিকাদারকে গুলি করে হত্যা

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ০৪:১৬ এএম

মসজিদের সামনে ঠিকাদারকে গুলি করে হত্যা

রাজধানীর মহাখালীতে মসজিদের সামনে নাসির (৪৮) নামে এক ঠিকাদারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার সকালে মহাখালীর দক্ষিণপাড়া বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত নাসির পেশায় একজন ঠিকাদার। 

বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) হাসান।

তিনি জানান, ঠিকাদার নাসির মহাখালীর দক্ষিণপাড়া বড় মসজিদে টাইলসের কাজ করাচ্ছিলেন। দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে গেলে স্থানীয়রা পুলিশে খবর দেন। 

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান এসআই।

মহাখালী মসজিদ গুলি নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম