Logo
Logo
×

রাজধানী

শাহজালাল বিমানবন্দরে ৬ কেজি স্বর্ণালংকারসহ যাত্রী আটক

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৮ নভেম্বর ২০১৯, ১১:৫৩ এএম

শাহজালাল বিমানবন্দরে ৬ কেজি স্বর্ণালংকারসহ যাত্রী আটক

আটককৃত স্বর্ণালংকার। ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ কেজি ৬০ গ্রাম স্বর্ণালংকার আটক করা হয়েছে।  যার বাজার মূল্য ৩ কোটি ২১ লাখ টাকা।  এ সময় স্বর্ণালংকার বহনকারী মো. মুরশেদ হোসেন নামে এক যাত্রীকে আটক করা হয়। 

বুধবার দিবাগত রাত ৩টার দিকে স্বর্ণসহ তাকে আটক করে ঢাকা কাস্টম হাউসের বিমানবন্দর ইউনিট। 

বিষয়টি নিশ্চিত করে ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার মো. সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউসের সি শিফট গ্রিন চ্যানেলে সতর্ক অবস্থা জারি করে।  রাত ৩টায় কাতার এয়ারওয়েজের কিউআর ৬৩৮ ফ্লাইটের যাত্রী মো. মুরশেদ হোসেন গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে সন্দেহ হয়।  পরবর্তীতে যাত্রীর হাতে থাকা ক্রোকারিজ সম্বলিত (খোলা গ্লাস সেট) শপিং ব্যাগ স্ক্যানিং করলে সুকৌশলে লুকায়িত স্বর্ণালংকার পাওয়া যায়।

তিনি আরও জানান, পরে ওই যাত্রীর লাগেজ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ৬ কেজি ৬০ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়।  ওই যাত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।  আর জব্দ করা স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

স্বর্ণালংকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যাত্রী আটক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম