মিরপুরে নিজের রাইফেল দিয়ে পুলিশের আত্মহত্যা
পল্লবী প্রতিনিধি
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২০, ০৫:৩৫ এএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর মিরপুরে পুলিশলাইনে নিজের রাইফেল দিয়ে এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন।
আত্মঘাতী শাহ মো. আবদুল কুদ্দুস (৩১) মিরপুর-১৪ নম্বর পুলিশলাইনে নায়েক হিসেবে কর্মরত ছিলেন।
তার গ্রামের বাড়ি সিলেটের হবিগঞ্জের রসুলপুরে। বাবার নাম শাহ মো. আবদুল ওয়াহাব (মৃত)।
তাৎক্ষণিকভাবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি।
কাফরুল থানার ওসি সেলিমুজ্জমান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার ভোরে নিজের রাইফেল দিয়ে আত্মহত্যা করেছেন কুদ্দুস। তার আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি।
তবে কী কারণে তিনি আত্মহত্যা করলেন সে বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানান ওসি।
