‘হতাশা’ থেকে আত্মহত্যা করেছেন পুলিশের নায়েক কুদ্দুস
পল্লবী প্রতিনিধি
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২০, ০৭:১১ এএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
পুলিশের নায়েক শাহ মো. আবদুল কুদ্দুস (৩১) ‘হতাশা’ থেকে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
বৃহস্পতিবার ভোরে রাজধানীর মিরপুরে পুলিশলাইনে নিজের রাইফেল দিয়ে আত্মহত্যা করেন তিনি।
আত্মঘাতী শাহ মো. আবদুল কুদ্দুস মিরপুর-১৪ নম্বর পুলিশলাইনে নায়েক হিসেবে কর্মরত ছিলেন।
তার গ্রামের বাড়ি সিলেটের হবিগঞ্জের রসুলপুরে। বাবার নাম শাহ মো. আবদুল ওয়াহাব (মৃত)।
কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) ফারুকুল আলম যুগান্তরকে বলেন, আবদুল কুদ্দুস ‘হতাশা’ থেকে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে
জানতে পেরেছি। তবে আরও কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
কাফরুল থানার ওসি সেলিমুজ্জমান যুগান্তরকে জানান, বৃহস্পতিবার ভোরে নিজের রাইফেল দিয়ে আত্মহত্যা করেছেন কুদ্দুস। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান তিনি।
