Logo
Logo
×

রাজধানী

গোপীবাগে নির্বাচনী প্রচারণায় সংঘর্ষের ঘটনায় আটক ৫

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২০, ০৭:৫০ এএম

গোপীবাগে নির্বাচনী প্রচারণায় সংঘর্ষের ঘটনায় আটক ৫

রাজধানীর গোপীবাগে রোববার নির্বাচনী প্রচারণার চলাকালে দক্ষিণ সিটির আওয়ামী লীগের মেয়রপ্রার্থী শেখ ফজলে নূর তাপস এবং বিএনপির মেয়রপ্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় করা মামলায় পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

ওয়ার্ড অওয়ামী লীগ নেতা মাকসুদ আহমেদ বাদী হয়ে ওয়ারি থানায় মামলাটি করেছিলেন।

গোপীবাগ থেকে মামলার এজাহারনামীয় চার আসামিসহ মোট পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।

মামলায় বিএনপির ৪০-৫০ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামাসহ শতাধিক লোককে আসামি করা হয়।

ওয়ারি জোনের সহকারী পুলিশ কমিশনার মো. হান্নানুল ইসলাম যুগান্তরকে বলেন, গোপীবাগে সোমবার অভিযান চালিয়ে রোববারের সংঘর্ষের ঘটনায় সোহেল, তুহিন, বিল্লাল, ফারুক ও মুন্না নামে পাঁচজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদের মধ্যে প্রথম চার আসামি এজাহারভুক্ত।

উল্লেখ্য, রোববার দুপুরে মেয়রপ্রার্থীদের নির্বাচনী প্রচারণার সময় ওই সংঘর্ষ হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আধাঘণ্টাব্যাপী চলা ওই সংঘর্ষে সাংবাদিকসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

আটক ৫

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম