Logo
Logo
×

রাজধানী

তেজগাঁওয়ে গোপন কক্ষে নারী ভোটারের ভোট দিচ্ছেন পোলিং এজেন্ট (ভিডিও)

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২০, ০২:৪৮ পিএম

তেজগাঁওয়ে গোপন কক্ষে নারী ভোটারের ভোট দিচ্ছেন পোলিং এজেন্ট (ভিডিও)

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে (ডিএনসিসি) ২৪ নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে ভোট দেয়ার গোপন কক্ষে নারী ভোটারের ভোট দিয়ে দিয়েছেন নৌকা প্রতীকের পোলিং এজেন্ট।

শনিবার দুপুরে তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজের ৭৯৬ নম্বর কেন্দ্রে ৪ নম্বর বুথে এ ঘটনা ঘটে। এ কেন্দ্রের বিভিন্ন বুথে গিয়ে দেখা যায়, ৫ থেকে ১০ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

এর মধ্যে ৪ নম্বর বুথে একজন নারী ভোটারের সঙ্গে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী পুলিং এজেন্ট ইমরান গোপন কক্ষে গিয়ে ভোট প্রদান করেন।

জানতে চাইলে বলেন, এই ভোটার ইভিএমএ ভোট দেওয়ার নিয়ম জানেন না। তাই আমি তাকে সাহায্য করেছি। কর্তব্যরত সহকারী পিজাইটিং অফিসার মোসলেউদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি অন্য এক ভোটারের তথ্য যাচাইয়ের কাছে ব্যাস্ত ছিলাম। এই পুলিং এজেন্টকে এর আগের নিষেধ করেছি। কোনো কথা শুনছে না। এখানে দায়িত্বরত কোনো পুলিশও নেই।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম