ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে রাতভর পুলিশের অভিযান
পুরান ঢাকা প্রতিনিধি
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২০, ১১:৩১ এএম
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ছাত্রাবাসে রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১০টার পর এ অভিযান শুরু হয়।
এর আড়ে গত রোববার রাতভর ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর গতকাল সোমবার রাত সাড়ে দশটার দিকে ছাত্রাবাসে অভিযান পরিচালনা করে পুলিশ। তবে ছাত্রাবাস তল্লাশি করে কোন অস্ত্র পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। এছাড়া অভিযানে কেউ গ্রেফতারও হয়নি।
রোববার রাতভর চলা ধাওয়া পাল্টা ধাওয়ায় এক গ্রুপ অন্য গ্রুপের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে চড়াও হতে দেখার কথা জানান একাধিক প্রত্যক্ষদর্শী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওইদিন দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত যুব বিশ্বকাপ ক্রিকেট খেলায় ভারতের বিপক্ষে বাংলাদেশের জয় নিয়ে কথা কাটাকাটির রেশ ধরে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। হামলায় কয়েকজন ছাত্র আহত হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কোতওয়ালী থানার ওসি মো মিজানুর রহমান মঙ্গলবার রাত সাড়ে এগারটায় যুগান্তরকে বলেন, ঘটনার সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ওই সময় কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। আজ অভিযানে কোন অস্ত্র উদ্ধার হয়নি এবং কাউকে আটক করা সম্ভব হয়নি। দিনের বেলায় সব সরিয়ে ফেলা হয়েছে।
