Logo
Logo
×

রাজধানী

মাছের কাঁটা গলায় আটকে প্রাণ গেল অবুঝ শিশুর

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০০ এএম

মাছের কাঁটা গলায় আটকে প্রাণ গেল অবুঝ শিশুর

রাজধানীর শনিরআখড়ায় গলায় মাছের কাঁটা বিঁধে মাহমুদুল হাসান (৪) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। 

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে বিকাল সাড়ে ৫টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাহমুদুল আনসার আজাদের ছেলে। থাকত বাবা-মায়ের সঙ্গে শনিরআখড়ার ৭/১ পলাশপুর ভাড়া বাসায়। আনসার জানান, সোমবার দুপুর ১২টার দিকে বাসাতে মায়ের সঙ্গে মাছ দিয়ে ভাত খাচ্ছিল মাহমুদুল। তখন তার গলায় হঠাৎ মাছের কাঁটা বিঁধে যায়। এর পর বমি করতে করতে একপর্যায়ে ঘুমিয়ে পড়ে।

শিশুটির বাবা আরও জানান, বিকালে ঘুম থেকে উঠে কথা বলতে পারছিল না মাহমুদুল। পরে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক ছেলেকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ মাছের কাটা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম