Logo
Logo
×

রাজধানী

ঢামেক ক্যান্টিনের পাশ থেকে নবজাতকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৫৩ এএম

ঢামেক ক্যান্টিনের পাশ থেকে নবজাতকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নার্সিং ক্যান্টিনের পাশ থেকে এক নবজাতকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে লাশ উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখে পুলিশ।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মহসিন জানান, সকালে খবর পেয়ে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়। এর আনুমানিক বয়স হবে একদিন। তবে মৃত নবজাতকটির কোমর থেকে নিচের অংশ পাওয়া যায়নি।

এসআই আরও জানান, ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় কেউ মৃত অবস্থায় নবজাতকটি ফেলে রেখে গেছে এবং কোনো প্রাণী নবজাতকের নিচের অংশ খেয়ে ফেলেছে।

এর আগে ২৯ জানুয়ারিও ক্যান্টিনের পাশ থেকে আরেক নবজাতের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম