Logo
Logo
×

রাজধানী

এনএসইউয়ের আর্ক ফেস্টে হ্যাচ লিমিটেডের এক্সপেরিয়েন্স জোন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২০, ০৪:৫৯ পিএম

এনএসইউয়ের আর্ক ফেস্টে হ্যাচ লিমিটেডের এক্সপেরিয়েন্স জোন

এনএসইউয়ের আর্ক ফেস্টে হ্যাচ লিমিটেডের এক্সপেরিয়েন্স জোন

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ক্যাম্পাসে ২৭ ফেব্রুয়ারি আর্কিটেকচার ডিপার্টমেন্টের ফেস্টিভ্যাল আর্ক ফেস্ট-২০২০ এ অত্যাধুনিক এক্সপেরিয়েন্স জোন নিয়ে স্টল দিয়েছে হ্যাচ লিমিটেড।

আমদানি নির্ভরশীলতা কমানোর লক্ষ নিয়ে ২০১৮ সাল থেকে হ্যাচ লিমিটেড বাংলাদেশে নিজস্ব কারখানায় আন্তর্জাতিক মানের ফার্নিচার উৎপাদন ও কম্পিউটার ডিজাইনে নিখুঁত মেশিনে কাটা যেকোনো রঙ ও ডিজাইনের ওয়ারড্রোপ, কেবিনেট, ওয়াল কেবিনেট, ফার্নিচার কিচেন কেবিনেট, অফিস ফার্নিচার, ড্রেসিং টেবিল, মেলামাইন বোর্ড, প্লাইবোড, এনডিএফ, টয়লেট কেবিনেট, ওয়াল প্যানেলিংসহ বিশ্বমানের আসবাবপত্র তৈরি করে আসছে। মানসম্পন্ন এসব আসবাবপত্র উৎপাদনের কাজে নিয়োজিত রয়েছেন কয়েকজন বিশিষ্ট আর্কিটেক্ট ও দক্ষ কারিগর যারা পরিবেশবান্ধব ও গাছ না কেটে নতুন টেকনোলজিতে উন্নত মানের আসবাবপত্র তৈরিতে যুগান্তকারী ভূমিকা পালন করে আসছে।

ইতিমধ্যে প্রতিষ্ঠানটি বেশ কিছু সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জন্য বিশ্বমানের ফার্নিচার তৈরি ও ডিজাইন করে বিশেষ সুনাম কাড়তে সক্ষম হয়েছে।

নর্থ সাউথ ইউনিভার্সিটি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম