Logo
Logo
×

রাজধানী

ঢাকা কলেজের ৫ শিক্ষার্থীকে ছুরিকাঘাত, সিটি কলেজের তিন ছাত্র গ্রেফতার

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০৩ এএম

ঢাকা কলেজের ৫ শিক্ষার্থীকে ছুরিকাঘাত, সিটি কলেজের তিন ছাত্র গ্রেফতার

সিটি কলেজের শিক্ষার্থীদের ছুরিকাঘাতে ঢাকা কলেজে পাঁচ ছাত্র আহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় সিটি কলেজের তিন শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ধানমন্ডি থানা পুলিশ। 
গ্রেফতার ছাত্ররা হলেন- আশিকুর রহমান (১৭) পিতা খলিলুর রহমান, সাব্বির আহমেদ (১৭) পিতা ওমর খইয়াম, ইয়াসিন সরকার (১৭) পিতা আলমগীর সরকার।

তাদেরকে তিন দিনের রিমান্ডে পেতে শুক্রবার আদালতে তুলে আবেদন করেছে ধানমন্ডি থানা পুলিশ। 

গুরুতর আহত ঢাকা কলেজের শিক্ষার্থী রাগিব নেহাল সিয়ামের বাবা বাবুল সরদার চাখারী ধানমন্ডি থানায় সিটি কলেজের ৪ শিক্ষার্থীর নামে মামলা দায়ের করেছেন।

ধানমন্ডি মডেল থানার ওসি হুমায়ুন কবির যুগান্তরকে বলেন, কালকের ঘটনায় আহতের এক শিক্ষার্থীর বাবা মামলা করেছে, আমরা তিনজনকে গ্রেফতার করেছি। গ্রেফতার ছাত্রদের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়েছে। 

ঢাকা কলেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম