Logo
Logo
×

রাজধানী

মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি শহীদুল্লাহ মারা গেছেন

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৬ মার্চ ২০২০, ১০:১২ এএম

মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি শহীদুল্লাহ মারা গেছেন

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেফতার মো. শহীদুল্লাহ সরকার মারা গেছেন। রোববার রাত পৌনে ১ টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

মারা যাওয়া শহীদুল্লাহর বাড়ি নীলফামারির ডিমলায়। 

রোববার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে, কারা কর্তৃপক্ষ তাকে ঢামেক হাসপাতালে পাঠায়। রাত পৌনে ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ সময় তার সঙ্গে আসা কারারক্ষী মো. আসাদ তার পরিচয়, অসুস্থতা ও মৃত্যুর তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেন।

এর আগে, আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে ২০১৭ সালের ২০ নভেম্বর দায়ের হওয়া এক মামলায় গত বছরের ১ জুলাই রাতে নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের উকিলপাড়া গ্রাম থেকে শহীদুল্লাহকে গ্রেফতার করে পুলিশ। তিনি ওই উপজেলার মৃত কছিম উদ্দিনের ছেলে।

ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

শহীদুল্লাহ সরকার যুদ্ধাপরাধ ঢামেক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম