Logo
Logo
×

রাজধানী

সর্দি-কাশি নিয়ে ভর্তি, ঢামেকের আইসোলেশনে ২ জনের মৃত্যু

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০১ এপ্রিল ২০২০, ০২:৪৩ পিএম

সর্দি-কাশি নিয়ে ভর্তি, ঢামেকের আইসোলেশনে ২ জনের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।ফাইল ছবি

ঢাকা মেডিকেলের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। করোনার সন্দেহ থাকায় মৃতদের রক্তের নমুনা আইইডিসিআরে পাঠানো হয়েছে।

বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজের সহকারী পরিচালক (অর্থ) ডা. আলাউদ্দিন আল আজাদ।

তিনি বলেন, গত মঙ্গলবার দিবাগত রাতে সর্দি কাশি উপসর্গ নিয়ে তারা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই দিন রাতেই একজন মারা যান। আর অন্যজন বুধবার সকালে মারা যান।

ডা. আলাউদ্দিন আল আজাদ আরও বলেন, রক্তের নমুনা আইইডিসিআরে পাঠানো হয়েছে। নেগেটিভ আসলে পরিবারের কাছে হস্তান্তর করবে। আর পজেটিভ আসলে বিধি অনুযায়ী দাফন করা হবে।

ঢামেকের আইসোলেশন ২ জনের মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম