Logo
Logo
×

রাজধানী

মুক্তিযোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে মুক্তিযুদ্ধ মঞ্চের মানববন্ধন

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৬ আগস্ট ২০২০, ১১:৫৮ এএম

মুক্তিযোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে মুক্তিযুদ্ধ মঞ্চের মানববন্ধন

গত ২৪ আগস্ট চট্টগ্রাম প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধাদের মানববন্ধনে বাঁশখালীর এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর সমর্থকদের হামলার প্রতিবাদে মানববন্ধন ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ। 

বুধবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালিত হয়েছে। 

উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. আল মামুনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। 

বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ, সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্য প্রমুখ।

কর্মসূচি থেকে তিন দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলো হল-

চট্টগ্রাম প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধাদের ওপর হামলা ও মহান মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী বক্তব্য দেয়ার অপরাধে মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপিকে দলীয় পদ ও জাতীয় সংসদ থেকে অপসারণসহ দ্রুত গ্রেফতার করতে হবে। 

হামলার সঙ্গে জড়িত মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপির সন্ত্রাসী বাহিনীর প্রত্যেকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। 

সারা দেশে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের ওপর হামলা, মামলা, নির্যাতন বন্ধ করার জন্য বীর মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে।
 

হামলা মানববন্ধন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম