যাত্রাবাড়ীতে হিজবুত তাহরিরের সদস্য আটক
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২০, ০৩:৪৫ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে অনিকুর রহমান রবিন (২০) নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের এক সদস্যকে আটক করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।
এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন এবং কম্পিউটার হার্ডডিস্ক জব্দ করা হয়েছে।
বুধবার বিকালে গোপন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়।
এটিইউর পরিদর্শক মো. হারুন অর রশিদ জানান, আটক অনিকুর রহমান রবিন হিজবুত তাহরিরের সক্রিয় সদস্য। তিনি এটিইউ কর্তৃক তদন্তাধীন গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত একটি মামলার এজাহারভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
