Logo
Logo
×

রাজধানী

অবৈধ বিলবোর্ড-সাইনবোর্ড সরাতে মেয়র আতিকের অভিযান শুরু

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২০, ০৭:০৫ এএম

অবৈধ বিলবোর্ড-সাইনবোর্ড সরাতে মেয়র আতিকের অভিযান শুরু

ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় অবৈধ বিলবোর্ড, সাইনবোর্ড, ব্যানার, ফেস্টুন, প্রজেক্ট সাইন, শপ সাইন ইত্যাদি অপসারণে মোবাইলকোর্ট ও উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে গুলশান নগরভবনের সামনে থেকে এ অভিযান শুরু হয়। এতে নেতৃত্ব দিচ্ছেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম।

অভিযান চলাকালে মেয়র আতিক বলেন, আগেই সবাইকে অনুরোধ করা হয়েছে। এই সিটিকে নিয়মের মধ্যে চলতে হবে। এ জন্য আমাদের আজ অভিযান চলবে। অবৈধ সাইনবোর্ড-বিলবোর্ড পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে। এ ক্ষেত্রে কোনো ছাড় দেয়া হবে না।

ডিএনসিসি মেয়র আরও বলেন, ম্যাজিস্ট্রেটদের সঙ্গে নিয়ে অভিযানে এসেছি। সাইনবোর্ড, বিলবোর্ড ব্যবহারে অনুমতি নিতে হবে, ট্যাক্স দিতে হবে এবং নিয়মের মধ্যে এসব ব্যবহার করতে হবে। এই শহরে অবৈধ বিলবোর্ড-সাইনবোর্ড আর থাকবে না। যে যত প্রভাবশালী হোক, সেটি আমাদের দেখার বিষয় নয়।

কিছু দিন আগে বিমানবন্দর এলাকায় ১৬ বছর ধরে থাকা অবৈধ বিলবোর্ড সরান মেয়র আতিক। সেদিন ঘোষণা দেন ডিএনসিসি এলাকায় কোনো অবৈধ বিলবোর্ড থাকবে না।   

ডিএনসিসি অভিযান মেয়র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম