Logo
Logo
×

রাজধানী

শীতলক্ষ্যায় গোসল করতে গিয়ে প্রাণ গেল যুবকের

Icon

ডেমরা প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২০, ০৮:২৮ এএম

শীতলক্ষ্যায় গোসল করতে গিয়ে প্রাণ গেল যুবকের

ফাইল ছবি

রাজধানীর ডেমরায় গোসল করতে গিয়ে শীতলক্ষ্যায় ডুবে সোহেল (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার বেলা সোয়া ১১টার দিকে সারুলিয়া ওয়াসাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের ডুবুরি দল দেড় ঘণ্টা চেষ্টার পর সোহেলের মরদেহ উদ্ধার করে।

নিহত সোহেল নেত্রকোনার দুলু মিয়ার ছেলে। তার পরনে লুঙ্গি ছিল। তিনি সপরিবারে সারুলিয়া বাজার এলাকায় মোহাম্মদ আলীর বাড়িতে ভাড়া থাকতেন। তিনি পেশায় দিনমজুর।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো ওসমান গনি।

তিনি বলেন, বুধবার বেলা ১১টার দিকে সোহেল নামে ওই যুবক শীতলক্ষ্যা নদীর সারুলিয়া ওয়াসাঘাটে গোসল করতে নামেন। এ সময় সাঁতার কাটা অবস্থায় সোহেল পানিতে ডুব দিলে স্রোতের টানে হারিয়ে যায়। মরদেহ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ডেমরা থানার ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, নিহতের মরদেহ শনাক্ত করা হয়েছে। মৃত ব্যক্তির পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেমরা নদী শীতলক্ষ্যা মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম