ভিপি নূরের নেতৃত্বে রাজধানীতে মশাল মিছিল
যুগান্তর রিপোর্ট
০২ ডিসেম্বর ২০২০, ২২:৪২:৫৯ | অনলাইন সংস্করণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে রাজধানীতে মশাল মিছিল ও সমাবেশ করা হয়েছে।ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র, যুব অধিকার পরিষদের নেতাকর্মীদের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে হামলার প্রতিবাদে এইমশাল মিছিল ও সমাবেশ করেন সংগঠনটির নেতাকর্মীরা।
বুধবার রাত পৌনে ৮টার দিকে মশাল মিছিলটি বিজয়নগর মোড় থেকে শুরু হয়ে গুলিস্তান জিরো পয়েন্ট, কাকরাইল মোড় হয়ে পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক রাশেদ খানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন- যুব অধিকার পরিষদের সদস্য সচিব ফরিদুল হক, যুগ্ম আহ্বায়ক তারেক রহমান ও ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নূর।
তারা ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীর হামলার শিকার হয়েছেন- এমন অভিযোগ তুলে ভিপি নূর বলেন, সরকার ক্ষমতায় থাকতে বিরোধী দল, সংগঠন ও ভিন্নমতের মানুষের ওপর মামলা-হামলা চালিয়ে কোনঠাসা করে সাম্প্রদায়িকতা উস্কে দিয়ে আর্ন্তজাতিক অঙ্গনে প্রচার করছে বাংলাদেশে উগ্রবাদের উত্থান হচ্ছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ভিপি নূরের নেতৃত্বে রাজধানীতে মশাল মিছিল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে রাজধানীতে মশাল মিছিল ও সমাবেশ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র, যুব অধিকার পরিষদের নেতাকর্মীদের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে হামলার প্রতিবাদে এই মশাল মিছিল ও সমাবেশ করেন সংগঠনটির নেতাকর্মীরা।
বুধবার রাত পৌনে ৮টার দিকে মশাল মিছিলটি বিজয়নগর মোড় থেকে শুরু হয়ে গুলিস্তান জিরো পয়েন্ট, কাকরাইল মোড় হয়ে পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক রাশেদ খানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন- যুব অধিকার পরিষদের সদস্য সচিব ফরিদুল হক, যুগ্ম আহ্বায়ক তারেক রহমান ও ডাকসুর সদ্য সাবেক ভিপি নুরুল হক নূর।
তারা ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীর হামলার শিকার হয়েছেন- এমন অভিযোগ তুলে ভিপি নূর বলেন, সরকার ক্ষমতায় থাকতে বিরোধী দল, সংগঠন ও ভিন্নমতের মানুষের ওপর মামলা-হামলা চালিয়ে কোনঠাসা করে সাম্প্রদায়িকতা উস্কে দিয়ে আর্ন্তজাতিক অঙ্গনে প্রচার করছে বাংলাদেশে উগ্রবাদের উত্থান হচ্ছে।